New Update
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের জন্য ক্রিমিয়া পুনর্দখল কিংবা ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি আর আলোচনার টেবিলে নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-927-am-2025-08-18-09-50-45.png)
ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ “প্রায় সঙ্গে সঙ্গেই” শেষ করতে পারেন, তবে শর্ত হল ক্রিমিয়া ও ন্যাটো প্রসঙ্গ থেকে সরে আসা।
তার এই মন্তব্য হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের ঠিক আগেই এসেছে। ফলে কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে ট্রাম্পের বক্তব্য।
#BREAKING Trump says reclaiming Crimea and NATO membership are off table for Ukraine pic.twitter.com/B7xDqccfZX
— AFP News Agency (@AFP) August 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us