New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইসলামিক স্টেট গোষ্ঠী বৃহস্পতিবার তাদের নেতা আবু আল-হুসেন আল-হুসেনি আল-কুরাশির মৃত্যুর ঘোষণা করেছে। তিনি উত্তর-পশ্চিম সিরিয়ার সংঘর্ষে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে ইসলামিক স্টেট গোষ্ঠীর তরফে। ইদলিব প্রদেশে জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সাথে সরাসরি সংঘর্ষের পর ওই নেতা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আবু হাফস আল-হাশিমি আল-কুরাশি।
#BREAKING Islamic State group announces death of leader pic.twitter.com/pT0SqN7shS
— AFP News Agency (@AFP) August 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us