Breaking: এবার বিচারের সম্মুখীন দেশীয় বড় মন্ত্রী- রাতের বড় খবর

এবার বিচারের সম্মুখীন দেশীয় বড় মন্ত্রী।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের বর্তমান সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতিকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে ফ্রান্সের বিচার বিভাগীয় সূত্র। রাশিদা দাতি ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এরপর ইউরোপীয় সংসদের সদস্য হন ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত।

তার বিরুদ্ধে 'প্যাসিভ করাপশন', 'প্রভাব খাটানো', 'বিশ্বাসভঙ্গ', এবং 'ক্ষমতার অপব্যবহার গোপন রাখার' মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই মামলায় রাশিদা দাতি ছাড়াও রেনল্ট-নিসানের প্রাক্তন সিইও কার্লোস ঘোসনের নাম রয়েছে।