ব্রেকিং: গোটা জেলায় হয়ে গেল একাধিক গোলা বর্ষণ, ধ্বংস

নিকোপোল জেলায় একাধিক গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। 

author-image
Aniket
New Update
air alert

নিজস্ব সংবাদদাতা: সোমবার ইতিমধ্যেই ইউক্রেনের নিকোপোল জেলা জুড়ে একাধিক গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিকোপোলে। ডিনিপ্রোপেত্রোভস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক এই হামলার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও আজ সকালে রাশিয়ান সেনাবাহিনী দক্ষিণ থেকে কৌশলগত বিমান ব্যবহার করে ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে। যার ফলে ২ টি বিশাল ভবন ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫ টি বাড়ি। একটি আউটবিল্ডিংয়ে আগুন লেগেছে। তবে নিকপোল ও ক্রিভি রিহ শহরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।