/anm-bengali/media/media_files/bCz25uLHpqsRQAzX1cp0.jpg)
নিজস্ব সংবাদদাতা: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা। ভূমিকম্পটি অনুভূত হয়েছে টোঙ্গার টোঙ্গাটাপুর নুকু‘আলোফাতে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫ ম্যাগনিটিউড। ভারতীয় সময় বিকেল ৪ টে বেজে ২১ মিনিটে (স্থানীয় সময় সকাল ১০ টা বেজে ৫১ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তবে ভূমিকম্পের ফলে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
4.5 magnitude #earthquake. 156 km from Nuku‘alofa, #Tongatapu, Tonga https://t.co/TA4oXEt4SX
— Earthquake Alerts (@QuakesToday) May 23, 2023