/anm-bengali/media/media_files/P1MyxXmJhM7D7mNajIYv.webp)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার পূর্ব বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিরা ফের সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। হামলায় ৩৩ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বুরকিনা ফাসোর সেনাবাহিনীর তরফে এই বিষয়ে জানানো হয়েছে। সেনাবাহিনীর একটি দল পূর্ব অঞ্চলে টহল দিচ্ছিল। তখনই তাদের ওপর আক্রমণ চালায় সন্দেহভাজন জিহাদিরা। হামলার ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জিহাদিদের হামলায় ১২ জন সেনা আহত হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে ১৭ এপ্রিল বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদিরা ৪২ জনকে হত্যা করেছিল। যাদের মধ্যে ৩২ জন প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক এবং ১০ জন সৈন্য ছিল। বুরকিনা ফাসোতে জিহাদিদের হামলা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে তারা। সেনা বাহিনীর ওপর বর্তমান জিহাদি হামলার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
#BREAKING
— AFP News Agency (@AFP) April 27, 2023
Suspected jihadists kill 33 Burkina Faso troops: army pic.twitter.com/4CC3Tz7Bga
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us