/anm-bengali/media/media_files/jc1TVcxZvyd3uSMgxkU9.webp)
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যের লন্ডনে ডাউনিং স্ট্রিটে দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ি ডাউনিং স্ট্রিটের সামনের গেটে ধাক্কা মারে। এখানেই প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অফিস এবং বাসভবন রয়েছে। লন্ডন পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, বিপজ্জনক ভাবে গাড়ি চালাচ্ছিলেন গাড়ির চালক।
ইতিমধ্যেই চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দুর্ঘটনাস্থলের পাশেই বেশ কয়েকটি সরকারি অফিস রয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের খবর নেই। পুলিশ আরও তদন্ত শুরু করেছে।
United Kingdom | A car has collided with the front gates of Downing Street, where Prime Minister Rishi Sunak's office and residence is based; driver arrested, reports Reuters citing London Police
— ANI (@ANI) May 25, 2023