New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: পুতিনের ভারী কামান দিয়ে নিকোপোল জেলায় আঘাত হেনেছে। ডিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক এই হামলার বিষয়ে জানিয়েছেন। পুতিনের বাহিনী মারহানেটস আঞ্চলিক সম্প্রদায়ের ওপর একাধিক শেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার পর অনেকেই মনে করছেন পুতিন ইউক্রেনকে পুরো ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছেন।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us