ব্রেকিং: একাধিক বসতিতে হামলা, ভয়াবহ পরিস্থিতি

ডোনেটস্কের একাধিক বসতিতে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। 

author-image
Aniket
New Update
ok

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউইক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। বর্তমানে জানা যাচ্ছে, রাশিয়ান বাহিনী ডোনেটস্কের দিকে হোস্ট্রে, ডালনি, ড্যাচনে এবং কুরাখিভকা এলাকার একাধিক বসতিতে হামলা চালিয়েছে।

;jk

বসতিগুলিতে ভয়ঙ্কর গোলাবর্ষণ চালানো হয়েছে।

kn

ডোনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো এই হামলার বিষয়ে জানিয়েছেন। হামলার ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার ফলে কোনও রকম হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।  

l;ml