New Update
/anm-bengali/media/media_files/4LuHngr2J1R3Te2d9KCU.png)
নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আরও এক পালক যুক্ত হল। মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'অর্ডার অফ দ্য নাইল' দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি 'অর্ডার অফ দ্য নাইল' সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভূষিত করেছেন।
/anm-bengali/media/media_files/ztr1RUiUikXOKZz7grxj.png)
কায়রোতে রাষ্ট্রীয় অনুষ্ঠান চলাকালীন এই সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যার ফলে মিশরের ইতিহাসে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রাপকদের তালিকায় সোনালী অক্ষরে লেখা হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম।
#WATCH | Egyptian President Abdel Fattah al-Sisi confers PM Narendra Modi with 'Order of the Nile' award, in Cairo
— ANI (@ANI) June 25, 2023
'Order of the Nile', is Egypt's highest state honour. pic.twitter.com/e59XtoZuUq
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us