নিজস্ব সংবাদদাতা: খারকিভের পূর্বাঞ্চলে একটি বাজারে রাশিয়ান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে হামলাটি রাশিয়ার সীমান্তবর্তী যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলের কুপিয়ানস্ক জেলায় আঘাত হেনেছে।
/anm-bengali/media/media_files/PaMelv3urYErf0uDJ1Kh.jpg)
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, হামলার ফলে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। হামলার ফলে ভয়াবহতা বিরাজ করছে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)