New Update
/anm-bengali/media/media_files/CEWQ7NgV0wSoLOsjUjm9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা। ভূমিকম্পটি অনুভূত হয়েছে আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের রাট দ্বীপপুঞ্জে। ভূমিকম্পটি অনুভূত হয়েছে ভারতীয় সময় শুক্রবার রাত ২ টো বেজে ১ মিনিটে (স্থানীয় সময় বুধবার রাত ৮ টা বেজে ৩১ মিনিট)। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিটিউড। ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। প্রত্যেকেই উত্তেজনার মধ্যে রয়েছেন। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
5.6 magnitude #earthquake. Rat Islands, Aleutian Islands, Alaska https://t.co/VUVC33A6uD
— Earthquake Alerts (@QuakesToday) June 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us