New Update
/anm-bengali/media/media_files/cyWMLRK7AaxGXwubUHp9.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। যার জেরে বর্তমানে পাকিস্তানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। তবে ইমরান খানের গ্রেফতারের পর থেকেই তার গ্রেফতারি বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে এবার রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ইসলামাবাদ হাইকোর্টের তরফে ইমরান খানের গ্রেফতারিকে বৈধ হিসাবে ঘোষণা করা হয়েছে।
#UPDATE | Islamabad High Court (IHC) rules that former Pakistan prime minister and Pakistan Tehreek-e-Insaf (PTI) Chairman Imran Khan's arrest in the Al-Qadir Trust case is legal, reports Pakistani media https://t.co/sMxCe7B9ek
— ANI (@ANI) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us