ব্রেকিং: আবার গোলাগুলি

ইউক্রেনে ফের হামলা চালিয়েছে রাশিয়া। এবার ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ানরা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গুলি চালিয়েছে। গুলি চালানো হয়েছে  ভেলিকা নোভোসিল্কাতে। যার ফলে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনেটস্কর আরএমএ প্রধান পাভলো কিরিলেনকো এই হামলার বিষয়ে জানিয়েছেন।

rf

এছাড়াও হরলিভকার দিকে, টোরেটস্কে ৪ টি, ডিলিভকাতে ৩ টি এবং দ্রুজবাতে ১ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোস্তিয়ানতিনিভকার প্রেডটেকাইনে ২ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাসিভ ইয়ারে ৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।