New Update
/anm-bengali/media/media_files/0vKAFVhqVfsiyjLE2bSj.png)
নিজস্ব সংবাদদাতা: ২ দিনের মিশর সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মিশরের সঙ্গে সমঝোতা সাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে একত্রিত হয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
/anm-bengali/media/media_files/aPa5z0FD9gaIEOLIRe6B.png)
দুই দেশের উন্নয়নের ক্ষেত্রকে অগ্রাধিকার করে এই সমঝোতা সাক্ষর করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে 'অর্ডার অফ দ্য নাইল' পুরস্কারে ভূষিত করেছেন। 'অর্ডার অফ দ্য নাইল' মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
#WATCH | PM Narendra Modi and Egyptian President Abdel Fattah al-Sisi sign an MoU, in Cairo pic.twitter.com/0lrv7clP6k
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us