New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: নতুন করে চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ানের বিরুদ্ধে সামরিক মহড়া শুরু করেছে চীন। এইবার তাইওয়ানের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তাইওয়ানের আকাশে ৪২ টি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিমানগুলোর মধ্যে ২৬ টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এছাড়াও তাইওয়ানের চারপাশে চীন সামুদ্রিক মহড়াও বৃদ্ধি করেছে।
#BREAKING Taiwan says 42 warplane incursions after launch of China military drills pic.twitter.com/MRhGSVP6P8
— AFP News Agency (@AFP) August 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us