New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকাতে বুধবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়েছে। যার ফলে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযান শুরু হয়েছে। ২৫ জনের মৃত্যু ছাড়াও খাদে বাস পড়ে যাওয়ায় ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/mFgFCaiPnMYXG1mBzFLi.jpg)
আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পরিবহন সংস্থা দ্বারা চালিত বাসটি রাজধানী মেক্সিকো সিটি থেকে সান্তিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল। দূর্ঘটনাটি ঘটেছে মাগডালেনা পেনাস্কোতে।
#BREAKING 25 dead after bus plunges off road in Mexico: police pic.twitter.com/B2UGoHWdAM
— AFP News Agency (@AFP) July 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us