New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু নিয়ে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সোমবার তাইওয়ানের তরফে বড় তথ্য জানানো হয়েছে। তাইওয়ান জানিয়েছে, দ্বীপের চারপাশে শতাধিক চীনা যুদ্ধ বিমান সনাক্ত করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যে তারা ১০৩ টি চীনা যুদ্ধবিমান সনাক্ত করেছে। এই সংখ্যাটিকে সাম্প্রতিককালে সর্বোচ্চ বলে জনা যাচ্ছে। তাইওয়ানের নিরাপত্তার জন্য বর্তমান পরিবেশ গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে জানানো হয়েছে। যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
#BREAKING Taiwan says detected 103 Chinese warplanes around island pic.twitter.com/cowzjhEE2A
— AFP News Agency (@AFP) September 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us