ব্রেকিং: সেনাবাহিনী, আবার বড় হামলা

আবার হামলা হয়েছে ইউক্রেনের নিকোপোলে। সেনাবাহিনী কিছুই করতে পারেনি। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সেনাবাহিনীর ওপর একের পর এক হামলা হচ্ছে। যার ফলে ইউক্রেনীয় সেনাবাহিনীতে মৃত্যু মিছিল লেগেই রয়েছে। তবে এবার ইউক্রেনের নিকোপোলে ফের হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ান বাহিনীর হামলা আটকাতে পারেনি। ডিনিপ্রপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক জেলার প্রধান সের্হি লাইসাক এই বিষয়ে বলেছেন, "রাশিয়ান সেনাবাহিনী আবার নিকোপোল অঞ্চলে গোলাবর্ষণ করেছে"। হামলার ফলে ৮ টি আবাসিক ভবন, ৬ টি আউটবিল্ডিং, ১ টি গ্যাস পাইপলাইন এবং ১ টি পাওয়ার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।