ব্রেকিং: ভারতের পর এবার চাঁদের পথে রওনা দিল জাপান- এখনই জানুন

চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাপান। 

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই সফল ভাবে ভারতের চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করেছে। ভারতের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এবার চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাপানের রকেট। জাপান বৃহস্পতিবার একটি রকেট উৎক্ষেপণ করেছে যা তার প্রথম সফল মুন ল্যান্ডার হবে বলে আশা করছে। রকেটটি  নির্ভুল "মুন স্নাইপার" ল্যান্ডার বহন করে বিস্ফোরিত হয়েছে। চার থেকে ছয় মাসের মধ্যে চাঁদের পৃষ্ঠে জাপানের রকেট অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।