New Update
/anm-bengali/media/media_files/CEWQ7NgV0wSoLOsjUjm9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার রাজধানী বোগোটা কেঁপে উঠেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১ ম্যাগনিটিউড। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোগোটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিও শহরে। স্থানীয় সময় দুপুর ১২ টা বেজে ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বোগোটায়। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
#BREAKING Magnitude 6.1 earthquake rattles Colombian capital: geological services pic.twitter.com/yVz78UKxv3
— AFP News Agency (@AFP) August 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us