/anm-bengali/media/media_files/ZC74IKeh3TxbeeBBpLf1.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। যার ফলে ইউক্রেনে মৃত্যু মিছিল লেগেই রয়েছে। তবে এবার ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ২৭ মে পর্যন্ত রাশিয়ান সশস্ত্র বাহিনীর যুদ্ধে ক্ষয়ক্ষতির তথ্য পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে ইউক্রেনীয় বাহিনী নতুন করে রাশিয়ান বাহিনীর ৪৮০ জন সৈন্যকে হত্যা করেছে। তথ্য অনুসারে এখনও পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর ২০৬,২০০ জন সৈন্যকে হত্যা করেছে। উল্লেখ্য, ইতিপূর্বে ইউক্রেনের ডিনিপ্রো হাসপাতালে হামলা করা হয়েছে রাশিয়ান বাহিনীর তরফে। হামলার ফলে হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, ইতিমধ্যে হাসপাতালের ৯০ শতাংশ ধ্বংসস্তূপ সরানো হয়েছে। ঘটনায় ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন এখনও হাসপাতালে রয়েছেন। ১৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। হামলার মুহূর্তে ক্ষতিগ্রস্ত ভবনে থাকা ৩ জনের বিষয়ে এখনও জানা যায়নি। উদ্ধারকারীরা সেখানে দেহের টুকরো দেখতে পেয়েছেন। তবে সম্পূর্ণ মৃতদেহের খোঁজ মেলেনি। এই বিষয়ে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক। এছাড়াও আজ সকালে রাশিয়ানরা আবার নিকোপোল জেলায় হামলা চালায়। তারা মারহানেটস আঞ্চলিক সম্প্রদায়ের ওপর গোলাগুলি চালায়।
⚡️ The General Staff of the Ukrainian Armed Forces posted the data on combat losses of the russian armed forces as of May 27.
— FLASH (@Flash_news_ua) May 27, 2023
In total, about 206,200 russians were eliminated.
👉 Follow @Flash_news_uapic.twitter.com/LO8IE8JVgs
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us