/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে একটি মৃতদেহ উদ্ধাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই লাশ একজন হিন্দুর, যার হাত-পা বাঁধা ছিল। এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
বাংলাদেশের একের পর এক হিন্দুদের উপর আক্রমণ, হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দুদের খুন করা হচ্ছে। বাংলাদেশ থেকে হিন্দুদের নির্মূল করার হুঁশিয়ারিও দিয়েছে সংখ্যাগরিষ্ঠরা। শুধু হিন্দুদেরই নয়, হিন্দুদের পূজনীয় গো মাতাকেও কিছুদিন আগে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রতিদিন এই রকমের ঘটনা ঘটার পরেও চুপ রয়েছে বাংলাদেশের ইউনুস সরকার।
#SaintMartin Island, #Bangladesh ! Dead body of #Hindu with hands and legs both tied !!🤬 How dare this murderer #Yunus requested for 50k tons of rice ? 🤬 #bangladeshihindus#BangladeshCrisis#bangladeshindiarelationshttps://t.co/3rKBbHScEbpic.twitter.com/J6eYevgopM
— Pradeep Aggarwal, Veteran, Col 🇮🇳⚔️ (@Pradeep54242413) December 21, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us