New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে দুটি অভিবাসী বোঝাই নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ইতালীয় কর্তৃপক্ষ।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নৌকাগুলোতে শতাধিক অভিবাসী ছিলেন, যাদের অনেকেই আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন। দুর্ঘটনার পর কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং উত্তাল সমুদ্র উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এ ঘটনায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।
Italian authorities searched Thursday for migrants missing at sea after two crowded boats sank off the island of Lampedusa, killing at least 27 people
— AFP News Agency (@AFP) August 14, 2025
➡️ https://t.co/ezxsxwOccs
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us