New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো বালুচিস্তান। আজ বালুচিস্তানের কিলা আব্দুল্লার গুলিস্তান এরিয়ার, একটি গাড়ি বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয়দের মতে এই বিস্ফোরণের মূল লক্ষ্য ছিলেন ফয়জুল্লাহ ঘবিজাই নামের একজন স্থানীয় নেতা। এই বিস্ফোরণের সময় তিনি ওই এলাকায় উপস্থিত ছিলেন। যদিও এই বিস্ফোরণের ঘটনায় তিনি প্রাণে গেছেন তবে তার একজন দেহরক্ষী প্রাণ হারিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/02/13/b2xFr4qdvKV7SByNj8t2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us