পাকিস্তানকে তাদের কর্মকাণ্ডের জন্য দায়িত্ব নিতে হবে- কটাক্ষ নেত্রীর!

কে করলেন এমন দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
mpgirl

নিজস্ব সংবাদদাতা: বাহরাইন থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে আলাপচারিতার সময়, বিজেপি সাংসদ এস. ফাংনন কোনিয়াক করেন বড় দাবি। তিনি বলেছেন, "দেশভাগের পর থেকে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেনি। আমাদের অনুরোধ হল, যদি বাহরাইনও এগিয়ে এসে পাকিস্তানকে তাদের কর্মকাণ্ডের জন্য দায়িত্ব নিতে বলে, ভারত সরকার এবার তার অবস্থানে খুব স্পষ্ট। যদি আবার আক্রমণ করা হয়, তাহলে ভারতও জবাব দেবে"।

india vs pakistan