"জিন্নাহ নে বানায়া পাকিস্তান ওহ বান গই জেনারেল কি দুকান"!

কে পেশ করলেন এই বক্তব্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
jinnah

নিজস্ব সংবাদদাতা: কোপেনহেগেনে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে করলেন বড় দাবি। তিনি বলেন, "পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা কি ধরণের দুর্ব্যবহারের শিকার হচ্ছে জানেন? তারা ভারতে চলে আসার জন্য চিৎকার করছে। বেলুচিস্তানে নারীদের সাথে সবচেয়ে খারাপ ও বর্বর আচরণ করা হচ্ছে। পাকিস্তান আজ প্রচণ্ড উত্তেজনার মধ্যে আছে। আমরা চারটি যুদ্ধ করেছি। এর কোনওটিই ভারত শুরু করেনি, আমরা কেবল প্রতিক্রিয়া জানিয়েছি এবং পাকিস্তান সবকটিতেই হেরেছে। জিন্নাহ নে বানায়া পাকিস্তান ওহ বান গই জেনারেল কি দুকান"।

CVBNM,.