New Update
/anm-bengali/media/media_files/ISxyoDlMJlxdkNkV5Zf8.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের চিন্তার কারণ হয়ে উঠছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। তবে এবার ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর প্রভাব পড়ছে পাকিস্তানের করাচিতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে করাচিতে ব্যাপক ধুলোর ঝড় শুরু হয়েছে। ধুলোয় ছেয়ে গিয়েছে চারিদিক। ব্যাপক বিপর্যয় শুরু হয়েছে। উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। গৃহমন্ত্রী অমিত শাহ পরিস্থিতির বিষয়ে বৈঠকে অংশ নিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রীও এই বৈঠকে অংশ নিয়েছেন।
Dust storm in Sohrab Ghot #Karachi in backdrop of #CycloneBiparjoy#Biporjoy#BiparjoyAlertpic.twitter.com/ZQ9hM4r3DT
— Journou (@Journo0) June 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us