New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : বিশ্ববিখ্যাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (টুইটার)-এর সিইও (CEO) পদ থেকে সরলেন লিন্ডা ইয়াকারিনো। আজ মঙ্গলবার এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। ২০২৩ সালের মে মাসে, ইলন মাস্কের আহ্বানে ‘এক্স’-এর সিইও-র (CEO) দায়িত্ব গ্রহণ করেছিলেন ইয়াকারিনো। তিনি এর আগে মার্কিন টেলিভিশন সংস্থা NBCUniversal-এ বিজ্ঞাপন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। ইয়াকারিনোর উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/10/rrD7hiy78rhG5vJhG0WB.jpeg)
Linda Yaccarino steps down as CEO of 'X'. pic.twitter.com/AZ8RmXHWgr
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us