BREAKING: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এর সিইও (CEO) পদ থেকে সরলেন লিন্ডা ইয়াকারিনো !

কেন পদত্যাগ করলেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বিশ্ববিখ্যাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (টুইটার)-এর সিইও (CEO) পদ থেকে সরলেন লিন্ডা ইয়াকারিনো। আজ মঙ্গলবার এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। ২০২৩ সালের মে মাসে, ইলন মাস্কের আহ্বানে ‘এক্স’-এর সিইও-র (CEO) দায়িত্ব গ্রহণ করেছিলেন ইয়াকারিনো। তিনি এর আগে মার্কিন টেলিভিশন সংস্থা NBCUniversal-এ বিজ্ঞাপন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। ইয়াকারিনোর উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

X TWEETER