BREAKING: লন্ডন সাউথএন্ড এয়ারপোর্ট বিমান দুর্ঘটনায় নিহত ৪ ! বড় আপডেট দিল পুলিশ

কি আপডেট দিল পুলিশ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি লন্ডন সাউথএন্ড এয়ারপোর্ট থেকে রওনা হওয়ার মাত্র কিছুক্ষণ পরেই, একটি ছোট বিমান হঠাৎ করে ভেঙে পড়ে এবং তারপরেই সেটিতে আগুন ধরে যায়। আর এবার এই দুর্ঘটনার বিষয়েই একটি বড় আপডেট দিল এসেক্স পুলিশ। পুলিশের মতে,''ওই দুর্ঘটনার সময় ওই বিমানে উপস্থিত থাকা চারজনের মধ্যে সকলেই মারা গেছেন।  ওই দুর্ঘটনায় নিহতদের এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে এদের মধ্যে কেউই ব্রিটিশ নাগরিক নন।'' উল্লেখ্য,এই বিমানটি ছিল একটি Beechcraft B200 Super King Air বিমান, যা ডাচ সংস্থা Zeusch Aviation-এর মালিকানাধীন। রবিবার এটি গ্রিসের অ্যাথেন্স থেকে ক্রোয়েশিয়ার পুলা হয়ে সাউথএন্ডে আসে এবং সেখান থেকে এই বিমানটির ডাচ শহর লেলিসটাডে ফেরার কথা ছিল। কিন্তু টেকঅফের মাত্র কিছুক্ষন পরই সেটি ধ্বংস হয়।

Plane crash