BREAKING: পরমাণু পেলে বিশ্বকে নরকে পরিণত করবে ইরান ! 'সন্ত্রাসের অক্টোপাস' ইরানকে নিয়ে বড় বার্তা দিলেন নাফতালি বেনেট

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ''ইরান যদি পরমাণু অস্ত্র পায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বই বিপদের মুখে পড়বে''  ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এমনটাই জানালেন ইসরায়েলের প্রাক্তণ প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,“ইরান পরমাণু অস্ত্র পেলেই,মধ্যপ্রাচ্যের সব দেশ তখন পরমাণু অস্ত্র পেতে চাইবে তুরস্ক, মিশর সবাই। এই বিষয়টি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকেই তখন এক নরকে পরিণত করবে।” এরপর তিনি ইরানকে "সন্ত্রাসের অক্টোপাস" হিসেবে বর্ণনা করে বলেন, “এই অক্টোপাসের মাথায় আঘাত করার সময় এসেছে।”

war