BREAKING: কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ইরান ! সামনে এল বড় তথ্য

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Iran israel

নিজস্ব সংবাদদাতা : এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি প্রসঙ্গে আরও এক চমকপ্রদ তথ্য সকলের সামনে উঠে এল। বেশকিছু কূটনৈতিক সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে,মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে এবং কাতার সরকারের মধ্যস্থতায়, ইরান ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই কূটনৈতিক সূত্র অনুযায়ী,প্রেসিডেন্ট ট্রাম্প, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে অনুরোধ করেছিলেন যুদ্ধবিরতির জন্য ইরানের সঙ্গে আলোচনা চালাতে। এই অনুরোধের পর, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি সোমবার এই বিষয়ে ইরানের সম্মতি নিশ্চিত করেন। এরপরই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে ইরান-ইসরায়েলের মধ্যে "সম্পূর্ণ ও চূড়ান্ত" যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা ইরানের সরকার, আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে কোনও মন্তব্য করেনি বা তা নিশ্চিত করেনি।

donald trump