New Update
/anm-bengali/media/media_files/GWYwowAnI4shb8JhqEGv.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিদ্যুতের বিল নিয়ে স্বস্তির ঘোষণা করল মিশর সরকার। বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশর সরকার। মিশর ২০২৪ সালের জানুয়ারী পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখবে। বৃহস্পতিবার মিশরের মন্ত্রিসভা থেকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, তবে দেশটি বর্তমানে বিদ্যুতের ঘাটতিতে ভুগছে।
Egypt to keep electricity prices unchanged for consumers until Jan. 2024 https://t.co/ZsLiQW1zuvpic.twitter.com/gRqM642XUn
— Reuters Africa (@ReutersAfrica) August 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us