New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ মঙ্গলবার ইউক্রেনের দোনেৎস্কতে হতে পারে বড় বিমান হামলা। খবর পেয়ে স্থানীয়দের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। ইউক্রেনের দিকে দিকে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এই পরিস্থিতিতে দোনেৎস্কতে নতুন করে বিমান হামলার সতর্কতা জারি হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হয়েছে ইউক্রেনীয় বাহিনীর তরফে। হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।
⚡️ Donetsk region - air raid alert, RMA.
— FLASH (@Flash_news_ua) August 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us