/anm-bengali/media/media_files/ZC74IKeh3TxbeeBBpLf1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন জুড়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। তবে ইউক্রেনের বাখমুত ও মারিঙ্কার পরিস্থিতি ভয়ানক। এই দুই এলাকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান হামলার জবাব দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে বাখমুত এবং মারিঙ্কা। আজ ইতিমধ্যেই ইউক্রেনীয় সৈন্যরা বাখমুত এবং মারিঙ্কায় ৪২ টিরও বেশি রাশিয়ান আক্রমণ প্রতিহত করেছে। তবে রাশিয়ান বাহিনীর আক্রমণ চলছে। ইউক্রেনীয় বাহিনীও রাশিয়ান বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনের বাখমুত দখলের লক্ষ্যের কথা পূর্বেই জানিয়েছে রাশিয়া। সেইমত দীর্ঘ সময় ধরেই চলছে লড়াই। লড়াইয়ের ফলে বাখমুত কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লড়াইয়ের ফলে কার্যত মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে বাখমুতে। বর্তমানে মারিঙ্কার পরিস্থিতিও খারাপ হচ্ছে। উল্লেখ্য, এরই মধ্যে ফের ইউক্রেনের কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। কিয়েভে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়ান বাহিনী। বর্তমান হামলার ফলে কিয়েভে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। হামলায় ব্যাপক আতংক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও ইউক্রেনের একাধিক অঞ্চলে একের পর এক হামলা হচ্ছে বলে জানা যাচ্ছে। গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের একাধিক অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে এই অঞ্চলগুলিতে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইউক্রেনীয় বাহিনী বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছে। যেকোনো হামলা প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
Bakhmut and Marinka remain at the center of the fighting. Today, Ukrainian soldiers repelled more than 48 russian attacks on the aforementioned fronts.
— FLASH (@Flash_news_ua) May 1, 2023
👉 Follow @Flash_news_ua
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us