New Update
/anm-bengali/media/media_files/k559FPDDNwnI95oR3Wyk.png)
নিজস্ব সংবাদদাতা: বেলজিয়ামে বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানা যাচ্ছে। তবে তার আগেই বেলজিয়াম পুলিশ বৃহস্পতিবার সেই হামলার পরিকল্পনা বানচাল করেছে বলে জানা যাচ্ছে। সন্ত্রাসী সন্দেহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকে জিহাদি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ত্রাসীয়দের খোঁজে পশ্চিম বেলজিয়ামের বেশ কয়েকটি শহরের নয়টি ঠিকানায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ।
#BREAKING Belgian police arrest seven suspected of plotting jihadist 'terrorist attack': prosecutors pic.twitter.com/yDaUhwF9Tw
— AFP News Agency (@AFP) May 4, 2023
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us