রাতের বিশাল খবর: এই জেলায় হল পরপর ৭ টি বিমান হামলা

বেরিসলাভ জেলায় সাতটি বিমান হামলা হয়েছে। 

author-image
Aniket
New Update
dew



নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের আরও একটি জেলায় বিমান হামলা চালালো রাশিয়ান বাহিনী। ইউক্রেনের বেরিসলাভ জেলায় বিমান হামলা হয়েছে। এই জেলায় পরপর ৭ টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। বিমান হামলার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিমান হামলার ফলে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।