New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: ফের ইউক্রেনের কাছে ধাক্কা খেল পুতিন। ইউক্রেন দাবি করেছে, সেভাস্তোপল হামলায় 'সিনিয়র' রুশ নৌবাহিনীর এক কমান্ডারকে হত্যা করা হয়েছে। সেভাস্তোপোলের ক্রিমিয়ান বন্দরে মস্কোর ব্ল্যাক সি ফ্লিট সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। জানা যাচ্ছে, রাশিয়ান নৌবাহিনীর নেতৃত্বের একটি বৈঠক চলছিল তখন এই হামলা চালায় ইউক্রেন। যার ফলেই এক সিনিয়র কমান্ডারের মৃত্যু হয়। হামলার বিস্তারিত শীঘ্রই জানানো হবে বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে।
#BREAKING Ukraine claims 'senior' Russian fleet commanders killed in Sevastopol attack pic.twitter.com/5sHbbUyTQz
— AFP News Agency (@AFP) September 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us