/anm-bengali/media/media_files/wRAAVfSFDVS3b6YnsqHh.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনে বর্তমানে রাত। তবে ইউক্রেনের দুই অঞ্চলে রাতেই বাড়ছে হামলার ভয়। এই দুই অঞ্চল হল দোনেৎস্ক এবং সুমি। যেকোনো মুহূর্তে বিমান হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই দোনেৎস্ক ও সুমিতে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে ইউক্রেনের খেরসনের তিয়াহিনের ওদ্রাডোকামিয়ানকায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনীর হামলার ফলে ওদ্রাডোকামিয়ানকায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন তার স্বামীও। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে, মৃত বৃদ্ধা ও তার স্বামী একত্রে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেই সময় রাশিয়ান বাহিনীর গোলাগুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। গোলাগুলির ফলে গুরুতর আহত হন তার স্বামীও। এছাড়াও এই হামলার ফলে বেশকিছু ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও এদিন রাশিয়ান বাহিনী ইউক্রেনের নিকোপোলে হামলা চালিয়েছে। নিকোপোলে রাশিয়ান বাহিনী একের পর এক মোট ৪ বার গোলাবর্ষণ চালিয়েছে বলে জানা যাচ্ছে। হামলার ফলে নিকোপোলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকোপোলের একাধিক বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলার ফলে ৭০০ টি মুরগির প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে। একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক এবং সুমি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি হওয়ায় ব্যাপক আতংক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কার্যত রাতের ঘুম উড়েছে তাদের। তবে ইউক্রেনীয় বাহিনী হামলা প্রতিহত করার চেষ্টা করছে। ইতমিধ্যে দোনেৎস্ক এবং সুমি এলাকায় ইউক্রেনীয় বাহিনী নিজেদের অবস্থান নিতে শুরু করেছে। রাশিয়ান বাহিনীর হামলার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us