New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের একাধিক অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইতিপূর্বে ইউক্রেনের নিকোপোল অঞ্চলে পরপর ২ বার হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তারা ভারী কামান দিয়ে নিকোপোল শহরে আঘাত হানে। ঘটনায় কেউ আহত হননি। তবে ছয়টি ব্যক্তিগত বাড়ি ও বেশ কয়েকটি খামার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও একটি গ্যাস পাইপলাইন এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বর্তমানে নিকোপোল অঞ্চলের বেশকিছু স্থানে বিদ্যুৎ ও গ্যাস পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে যুদ্ধের ভয়ের মধ্যেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, নিকোপোল জুড়ে সতর্কতা জারি করা রয়েছে। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হামলা হলে তা আটকানোর জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us