বড় খবর: রাশিয়ায় গৃহযুদ্ধ, ভয়ে পুতিন

ওয়াগনার গ্রূপ বিদ্রোহ ঘোষণা করেছে। এবার রাশিয়ায় গৃহযুদ্ধ হওয়ার ভয় পাচ্ছেন পুতিন। 

author-image
Aniket
New Update
v

File Picture

নিজস্ব সংবাদদাতা: চরম বিপাকে পড়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার গ্রূপ। ফলে রাশিয়ায় গৃহযুদ্ধ হওয়ার ভয় পাচ্ছেন পুতিন। তিনি শনিবার 'ঐক্যের' আহ্বান জানিয়েছেন।

Top Russian Generals Beg Wagner to 'Stop' the 'State Coup'

পুতিন জানিয়েছেন, রাশিয়ায় গৃহযুদ্ধ হতে দেবে না তিনি। পুতিন ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহকে একটি অপরাধমূলক দুঃসাহসিক অভিযান বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল করতে ওয়াগনার গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।