বড় খবর: সীমান্তে সংঘর্ষ, মৃত ২৯

সীমান্তে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৯ জনের। কোথায় হয়েছে এই সংঘর্ষ? বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।  

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
IG

নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে গত ৩ দিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই দুই দেশের সীমান্তে সংঘর্ষে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।

Israel Palestine Conflict: 27 मौतों के बाद फलस्तीन और इजरायल में हुआ संघर्ष  विराम - Israel Palestine Conflict: Ceasefire between Israel and palestine  after 27 deaths

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। যাদের মধ্যে ২৮ জন ফিলিস্তিনি নাগরিক ও ১ জন ইসরায়েলের নাগরিক রয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গাজা ও ইসরায়েলের সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইইউ।