New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভোরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ড্রোন হামলা চালায় রাশিয়ান বাহিনী। বিস্ফোরণ ঘটতে থাকে শহরের বিভিন্ন স্থানে। শহরের মেয়র জানিয়েছেন বিস্ফোরণের ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। একটি গুদামে আগুন লেগেছে। রাত্রিকালীন কারফিউ চলাকালীন শহরে একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে।
#BREAKING Drones attack Ukraine's Lviv, explosions heard: AFP pic.twitter.com/yqyLPK6SLT
— AFP News Agency (@AFP) September 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us