/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আচমকাই মন্ত্রিসভায় ব্যাপক হ্রদবদল করলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের রাষ্ট্রপতি হিসাবে গত বছর তার পুনঃনির্বাচনের পর থেকে একাধিক সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি। ফলে এবার নতুন করে সংকটময় পরিস্থিতি এড়াতে ম্যাক্রোঁ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/V3UxbAvGdGpApDk47Q2n.jpg)
দীর্ঘদিন ধরে জল্পনা ছিল যে তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকে পরিবর্তন করতে পারেন। তবে তাকে পরিবর্তন করেননি তিনি। তবে পরিবর্তন করা হয়েছে ফ্রান্সের প্রথম কৃষ্ণাঙ্গ শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়াকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্যাব্রিয়েল আটাল। জুনিয়র অভ্যন্তরীণ মন্ত্রী মারলেন শিপ্পাকেও বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ফ্রান্সের মন্ত্রিসভার রদবদলে একাধিক মন্ত্রীকে পরবির্তন করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।
French President Emmanuel Macron reshuffled his ministers for key domestic portfolios such as education, housing and urban affairs, as his government begins its response to riots that shook the country three weeks ago, reports Reuters
— ANI (@ANI) July 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us