রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারে ইইউকে আইনি চ্যালেঞ্জ জানাতে পারে বেলজিয়াম

ইউক্রেনকে সহায়তায় রুশ সম্পদ বাজেয়াপ্তের ঝুঁকি বেলজিয়ামের একার ওপর পড়তে পারে না—বলেন প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোক্লিয়ারে আটকে থাকা রাশিয়ার সম্পদ সরাসরি বাজেয়াপ্ত করে, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বেলজিয়াম। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার বলেন, রাশিয়ার জমাটবাঁধা সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে যে আর্থিক ঝুঁকি, ক্ষতি বা আইনি দায় সৃষ্টি হবে, তা কেবল ব্রাসেলসের ওপর চাপানো উচিত নয়। তাঁর মতে, দায়িত্ব ভাগাভাগি না হলে বেলজিয়াম আইনি পথেই চ্যালেঞ্জ জানাতে পারে।

তিনি আরও উল্লেখ করেন যে, রাশিয়ার সম্পদের সম্পূর্ণ বাজেয়াপ্তকরণ “অবিবেচনাপ্রসূত” হবে এবং ইইউর কাছে ইউক্রেনকে সহায়তা দেওয়ার অন্যান্য বৈধ ও নিরাপদ আর্থিক প্রক্রিয়া রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার সম্পদ ব্যবহার পরিকল্পনা নিয়ে এই মন্তব্য ইইউ রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।