New Update
/anm-bengali/media/media_files/jGkeqyzEbpG6BJPd8hD0.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের শোচনীয় পরাজয়ের পর,তার দলের মধ্যেই চূড়ান্ত হতাশা দেখা দেয়। এরপর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর, তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্তেই ক্রমশ ক্ষুব্ধ হতে থাকে ডেমোক্র্যাট শিবির। আর এবার ডেমোক্র্যাটদের ফের চাঙ্গা করে তুলতে, তাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন,''কান্নাকাটি নয়, এখন সময় হল ঘুরে দাঁড়ানোর। নিজেদের অস্তিত্ব নিয়ে কম চিন্তা করুন, কম অভিযোগ জানান এবং একটু শক্ত হোন। এখন আত্মসমালোচনার সময় নয়, বরং নিজেদের আদর্শের সাথেই দৃঢ়তার সঙ্গে দাঁড়ানোর সময়। দেশের অগ্রগতির জন্য যা সঠিক, তার জন্য লড়াই করতে হবে।” ওবামার এই বার্তায় যথেষ্ট চাঙ্গা হয়েছেন ডেমোক্র্যাট পার্টির সদস্যরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/bR3GQDIONjChf5FDkDcW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us