BREAKING: সন্ত্রাসবাদী হামলায় নিহত সকল মানুষের রক্তের রং লাল ! কঙ্গোয় ঝড় তুললেন বাঁশুরি স্বরাজ

কি বললেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ ?

author-image
Debjit Biswas
New Update
3f9rrnv4_bansuri-swaraj_625x300_02_March_24

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে কঙ্গোয় নিজের বক্তব্য রাখতে গিয়ে ঝড় তুললেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। সন্ত্রাসবাদের 'শিকার' কঙ্গোকেও বিশ্বমঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন তিনি। তিনি বলেন,''গোমায় যে ৩,০০০ জন ও পহেলগাঁও-এ যে ২৬ জন সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন,তাদের রক্তের রং এক—লাল। সীমান্তপারের সন্ত্রাসের যন্ত্রণা কঙ্গো জানে।” এরপর তিনি বলেন,''আপনাদের কাছে আহ্বান জানাই,পাকিস্তানের এই বর্বর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে আপনারা প্রকাশ্যে নিন্দা জানান।”

bansuri swaraj.JPG