/anm-bengali/media/media_files/wTVVKVyy12KE7lD7AdPl.jpg)
হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে (Bangladesh) অনলাইনে নারী নির্যাতন, কুৎসা, গুজব ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে এবং হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। আজ শুক্রবার বাংলাদেশে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতারা। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও বিভিন্ন আদিবাসী গোত্রের নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠীর সমান অধিকার এবং মানুষের মতো মর্যাদা নিয়ে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ কাজ করে আসছে। কিন্তু হিন্দু সমাজের মধ্যেই গজিয়ে ওঠা মৌলবাদী, প্রতিক্রিয়াশীল ও কায়েমী স্বার্থবাদী একটি মহল এসবের বিরুদ্ধাচরণ করছে। তারা আন্দোলনের সমর্থক ও সহকর্মী বিশেষ করে সংগঠনের সাধারণ সম্পাদককে এবং নারীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
বক্তারা আরো বলেন, ভারত, নেপাল ও মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের প্রতি নির্মম বৈষম্য বিরাজ করছে। তাই প্রচলিত হিন্দু আইন সংস্কারের দাবি জানান। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক,সহ সভাপতি সুভাশ সাহা,কোষাধ্যক্ষ পুলকা রাহা,সদস্য ভানুলাল দাস।