আদালতে হাজির না করলে 'পলাতক' ঘোষণা করা হবে ! বাংলাদেশের ১৫ জন সেনা কর্মকর্তাকে হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কেন এই হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ?

author-image
Debjit Biswas
New Update
YUNUS

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার বাংলাদেশের সামরিক বাহিনীর প্রতি কঠোর বার্তা দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি-বিডি) প্রসিকিউশন দল। আজ মঙ্গলবার বাংলাদেশের প্রসিকিউশন পক্ষ বাংলাদেশের সেনাবাহিনীকে হুঁশিয়ার করে জানিয়েছে যে , ১৫ জন দাগি কর্মরত সেনা কর্মকর্তাকে আজ, বুধবার (২২ অক্টোবর) আদালতের সামনে হাজির করা না হলে তাদের 'পলাতক' ঘোষণা করা হবে।

bangladesh

উল্লেখ্য আগের সরকারের আমলে 'গুম, অপহরণ এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতন'-এর অভিযোগে গত ৮ অক্টোবর এই কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। যদিও সেনাবাহিনী পরোয়ানা জারির পরই জানিয়েছিল, অভিযুক্ত ১৫ জন কর্মকর্তাকে 'সামরিক হেফাজতে' নেওয়া হয়েছে।