/anm-bengali/media/media_files/ytuT0BpNlrIeRIR9tI1f.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রীর পদত্যাগের পরেই আরও বেশি করে যেন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে সূত্রের খবর।
/anm-bengali/media/post_attachments/c0824f14e9f32c97333378c7b97fbd1306228aaa8392a9495e777078bc8bb9ea.jpg?VersionId=3fExQaJ7COq6Z.I5mAFi6atEBYt5FErw&size=690:388)
সূত্রের খবর যে, সে দেশে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। কোনও ব্যক্তি হিন্দু বা মুসলিম কিনা তা পরীক্ষা করা হচ্ছে। আরও জানা গিয়েছে যে, এক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, গলা কাটা অবস্থায় একটি মৃতদেহ রাস্তায় পড়ে আছে। সেই মৃতদেহের হাতে হাতকড়া লাগানো। পরনে শুধুমাত্র একটি গেঞ্জি এবং অন্তর্বাস। প্যান্ট নেই। গোড়ালি থেকে পা বাঁধা। সেই মৃতদেহে বাঁশ দিয়ে মেরে কয়েকজনকে বলতে শোনা গিয়েছে, 'মারা গেছে'। সেই মৃতদেহ উলঙ্গ করে বাঁশ দিয়ে যৌনাঙ্গ তুলে ধরে বিক্ষোভকরারী বলতে থাকে, 'সব হিন্দু, এরা সব হিন্দু।'
/anm-bengali/media/post_attachments/873b0c5d-146.png)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ঢাকা জেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীর।
/anm-bengali/media/post_attachments/692b861ad9503751358a18a255e9aeacf7b0dea013a33d6681c2386626707931.jpg?im=FeatureCrop,size=(826,465))
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us